Advertisement

Responsive Advertisement

নতুন আবাসন প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শকে সামনে রেখেই কাজ করছে বর্তমান রাজ্য সরকার।
এতদিন ধরে যারা বঞ্চিত, যাদের সামাজিক এবং অর্থনৈতিক মূল্যায়ন হয়নি, তাঁদের জন্য যদি কেউ প্রকৃত অর্থে কাজ করে থাকেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিশাতেই কাজ করছে আমাদের সরকার।
আজ আগরতলার আইজিএম হাসপাতাল সংলগ্ন হরিজন কলোনিতে ফেজ-২ আবাসন প্রকল্পের দ্বারোদ্ঘাটন করে এভাবেই নিজের অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই অনুষ্ঠানে নয়জন লাভ্যার্থীর হাতে আবাসনের চাবি তুলে দেন মুখ্যমন্ত্রী।
সমাজের বঞ্চিত অংশের জনগনকে সম্মানজনক জীবন প্রদানের লক্ষ্যে সাফাই কর্মীদের জন্য মোট ২ কোটি ৯৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই হরিজন কোয়ার্টার।
এই অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক সহ অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ