Advertisement

Responsive Advertisement

রেল আধিকারিকদের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে ট্রেন অবরোধ করলো সাধারণ মানুষ


আগরতলা, ১২ জুলাই : ট্রেন লাইনের উপর নেই ওভার ব্রিজ তার ফলে সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে। এই পরিস্থিতিতে দ্রুত ট্রেন লাইনের উপর একটি ওভারব্রিজ নির্মাণের দাবিতে শুক্রবার ট্রেন অবরোধে বসে জিরানিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকার মানুষ। অবরোধের জেরে শিলচর থেকে আগরতলা গামী যাত্রীবাহী ট্রেন আটকে যায়। সমস্যায় পড়তে হয় ট্রেন যাত্রীদেরকে। অবরোধকারীদের বক্তব্য জিরানিয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার মানুষ জিরানিয়া স্টেশন সংলগ্ন রেল লাইন পেরিয়ে জিরানিয়া সহ আসাম আগরতলা জাতীয় সড়ক পর্যন্ত চলাফেরা করেন। কিন্তু হঠাৎ শুক্রবার রেল কর্তৃপক্ষ ওই এলাকার মানুষের রেল লাইন পারাপারের রাস্তায় পিলার বসিয়ে বন্ধ করে দেয়। এলাকার রাস্তা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় এলাকাবাসীরা শুক্রবার বিকাল চারটা নাগাদ জিরানিয়া স্টেশন সংলগ্ন রেললাইন অবরোধ করে। স্থানীয়দের এই অবরোধে আটকা পড়ে যায় শিলচর আগরতলা গামির যাত্রীবাহী রেল। রেললাইন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে রেল সুরক্ষা বাহিনীর আধিকারিকরা সহ জিরানিয়া থানার পুলিশ। এলাকাবাসীদের সমস্যা নিয়ে রেলওয়ে আধিকারিকরা স্থানীয়দের সাথে আলোচনা করতে কিন্তু তাদের দাবি রেললাইন পারাপারের রাস্তা থেকে পিলার তুলে দিয়ে এলাকাবাসীরা যাতায়াতের ব্যবস্থা করে দিতে হবে অথবা ওভার ব্রিজ নির্মাণ করে দিতে হবে। তবে সংবাদ লেখা পর্যন্ত অবরোধ চালিয়ে যাচ্ছে স্থানীয় এলাকাবাসীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ