Advertisement

Responsive Advertisement

প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চার উদ্যোগে আব্দুল কালামের প্রয়াণ দিবস উদযাপন করা হবে

আগরতলা, ২৬ জুলাই: শনিবার ২৭ জুলাই ভারতের মিসাইল গবেষণার অন্যতম প্রবাদপ্রতিম পুরুষ এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামে প্রয়াণ দিবস। সারাদেশে যথাযোগ্য মর্যাদা সঙ্গে সরকারি বেসরকারি উদ্যোগে এই দিনটি উদযাপন করা হবে। তিনি একদিকে যেমন বিশ্ব বিখ্যাত গবেষক তাই তাকে মিসাইল ম্যান হিসেবে আখ্যায়িত করা হয়, তেমনি একজন সুদক্ষ শিক্ষক এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। শিলং এ একটি আলোচনা সভায় বক্তব্য রাখার সময়েই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
 সারাদেশের সঙ্গে শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া এক সাংবাদিক সম্মেলন একথা বলেন। তিনি বলেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের প্রয়াণ দিবস আগামী ২৭ জুলাই রাজ্যের সর্বত্র যথাযোগ্য মর্যাদায় পালন করার উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি সংখ্যালঘু মোর্চা। আরও বলেন, এরই উপলক্ষে প্রতিটি জেলায় বৃক্ষরোপণ সহ অন্যান্য সামাজিক কর্মসূচিও পালন করা হবে। এব্যাপারে প্রতিটি জেলা কমিটিকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য বলা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ