অয়ন নাগ, ধর্মনগর, ৩১ জুলাই : উত্তর জেলার কদমতলা থানার পুলিশ মহিলাসহ দুই নেশা কারপারিকে জালে তুলতে সক্ষম হয়। গোপন খবরের ভিত্তিতে কদমতলা থানার পুলিশ বুধবার স্থানীয় বজেন্দ্রনগর থেকে পিয়ারাছড়া যাওয়ার পথে গোপাল নাথ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে। তার বাইকে তল্লাশি চালিয়ে ৫,৫০২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় ইয়াবা ট্যাবলেটগুলি বজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ১নং ওয়ার্ড় এলাকার বাসিন্দা আরতি দাসের(৫০) কাছ থেকে এনেছে। পরবর্তীতে কদমতলা থানার পুলিশ আরতি দাসকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনার খবর পেয়ে কদমতলা থানায় যান উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তিনি জানান, নেশার ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট গুলির কালো বাজার মূল্য প্রায় সাড়ে সাতাশ লাখ টাকা। ইতিমধ্যে কদমতলা থানার পুলিশ একটি মামলা রুজু করেছে। বৃহস্পতিবার তাদের ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করা হবে বলেও জানান।
0 মন্তব্যসমূহ