বিলোনিয়া, ৬ জুলাই : বিলোনীয়া মোহকুমার ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে "বৃক্ষরোপণ উৎসব" এর আয়োজন করা হয়। স্থানীয় বিদ্যাপীঠ কর্ণারে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে তা সম্পন্ন হয়েছে৷ যুবকদের মাধ্যমে পরিচালিত সংস্থাটি নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত। অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিলোনীয়া পুর পরিষদের পুরপিতা নিখিল চন্দ্র গোপ, এছাড়াও এলাকার সুনাগরিক ও কাউন্সিলার অনুপম চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী গৌতম সরকার,বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তি চন্দন দেবনাথ, বিশিষ্ট সমাজ সেবী অলক রায় এবং বিশিষ্ট সমাজসেবী ইঞ্জিনিয়ার সুমন পাল উপস্থিত ছিলেন৷
বৃক্ষরোপণ উৎসবের উদ্বোধনী পর্ব শেষে ক্লাব সভাপতি ইঞ্জিনিয়ার পাভেল দাস স্বাগত ভাষণ প্রদান সহ ক্লাবের নানান কর্মকান্ড দিয়ে আলোচনা করেন৷ ক্রমে ক্রমে অতিথিরা উনাদের মূল্যবান ভাষণে ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেব এছাড়া বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, গাছ সংরক্ষণ, পরিবেশ বিষয়ক সচেতনতা, ধর্মীয় ও দৈনন্দিন জীবনে বৃক্ষের ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছেন৷ উক্ত অনুষ্ঠানে স্থানীয় নাগরিক, ব্যবসায়ী ছাড়াও যুব সম্প্রদায়ের উপস্থিত ছিল লক্ষ্যনীয়। অতিথিবৃন্দ ও ক্লাব সদস্যদের সক্রিয় সহযোগিতায় বিদ্যাপীঠ স্কুল চত্ত্বরে নানান দীর্ঘ ছায়া প্রদায়ী এবং ঔষধী বৃক্ষ রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ক্লাবের তরফ থেকে অনুষ্ঠানের কনভেনার সৌমিক বিশ্বাস আগামীদিনে দক্ষিণ জেলার বিভিন্ন এলাকায় উনাদের এমন সামাজিক কর্মসূচী জারী থাকার ঘোষণা করেছেন৷ এছাড়া ক্লাবের মাধ্যমে বিগতদিনে রক্তদান শিবির,বস্ত্র বিতরণ, বসে আকোঁর মতো নানান কর্মসূচী গ্রহণ করা হয়েছিল৷ প্রসঙ্গত উল্লেখ্য যে ফ্রেন্ডস ক্লাব আয়োজিত ২০২৩ সালের শ্যামাপূজার অভিনব থিম গোটা রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছিল৷
0 মন্তব্যসমূহ