Advertisement

Responsive Advertisement

গ্রামের মেয়ে

           
                    
                                    কল্যাণী ভট্টাচার্য

আষাঢ় গিয়ে শ্রাবণ এলো
মন যে সদাই খুঁজে
কন্যা তোমার নাইকো দেখা
কে বা তোমায় বুঝে। 

মাঝ নদীতে বান এসেছে
দু কোল যায় ভেসে
চোখ দুটো আজ ছল ছল
তোমায় ভালোবেসে। 

আমার বাড়ি আইস কন্যা
সবুজ মাঠের শেষে
যেথায় তুমি বাঁশি শুনে
মন কাড়তে এসে। 

নদীর ঘাটে আইতা কন্যা
কলস ভরার ছলে
চুপি চুপি করতে দেখা
লোক হাসবে বলে। 

সন্ধ্যাবেলায় নদীর ঘাটে
আসতে এলোকেশে
চুপি চুপি দেখে যেতাম
তোমায় ভালোবেসে। 

আশায় আশায় থাকি আমি
ভুলতে না পারি
ছল করে জল আনতে কন্যা
আইস আমার বাড়ি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ