কল্যাণী ভট্টাচার্য
আষাঢ় গিয়ে শ্রাবণ এলো
মন যে সদাই খুঁজে
কন্যা তোমার নাইকো দেখা
কে বা তোমায় বুঝে।
মাঝ নদীতে বান এসেছে
দু কোল যায় ভেসে
চোখ দুটো আজ ছল ছল
তোমায় ভালোবেসে।
আমার বাড়ি আইস কন্যা
সবুজ মাঠের শেষে
যেথায় তুমি বাঁশি শুনে
মন কাড়তে এসে।
নদীর ঘাটে আইতা কন্যা
কলস ভরার ছলে
চুপি চুপি করতে দেখা
লোক হাসবে বলে।
সন্ধ্যাবেলায় নদীর ঘাটে
আসতে এলোকেশে
চুপি চুপি দেখে যেতাম
তোমায় ভালোবেসে।
আশায় আশায় থাকি আমি
ভুলতে না পারি
ছল করে জল আনতে কন্যা
আইস আমার বাড়ি।
0 মন্তব্যসমূহ