আগরতলা, ২০ জুলাই : গোপন সংবাদের ভিত্তিতে চুরি যাওয়া দুটি বাইক সহ একজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্রের নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস।
তিনি জানিয়েছেন, গত জুন মাসের ১৫ তারিখ বাইক চুরির মামলা থানায় দায়ের করা হয়েছিল। তাছাড়াও, কিছু দিন যাবৎ বিভিন্ন জায়গায থেকে বাইক চুরির অভিযোগ উঠে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তি খবর আসে এক ব্যক্তি অফিস লেনে বাইক চুরির পরিকল্পনা করছে। সেই খবরের ভিত্তিতে অবশেষে শুক্রবার অফিস লেনস্হিত এলাকায় এক চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হবে পুলিশের এদিনের পদক্ষেপের ফলে সাধারণ মানুষ অনেকটাই সস্তির নিঃশ্বাস ফেলছেন।
0 মন্তব্যসমূহ