Advertisement

Responsive Advertisement

খার্চিতে যাওয়ার পথে যান দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

আগরতলা, ২০ জুলাই : মৃত্যুর কাছে হার মানলো ১১মাসের শিশু বিপাশা সাহা। বৃহস্পতিবার মা-বাবার সঙ্গে খার্চি মেলাতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বিপাশা সহ তার মা ও বাবা। তারা অটোতে করে মন্দির দর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কাশীপুর এলাকায় আটোও বাসের মধ্যে সংঘর্ষে গুরুতর জখম হয় শিশু। তার বাবা বপন সাহাও মারাত্মক চোট পান। কিন্তু বাঁচানো যায়নি শিশুটিকে। শুক্রবার গভীর রাতে ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃস্বাস ত্যাগ করে শিশুটি। সে তার মা বাবার একমাত্র সন্তান ছিল। শিশুটির বাবা বাপন সাহাই নাকি অটোটি চালাচ্ছিলেন। বামুটিয়া কালিবাজার থেকে তারা চতুর্দশ মন্দিরের উদ্দেশে রওনা হয়েছিলেন। কিন্তু মন্দিরে আর যাওয়া হলোনা। ভাগ্যে যে অন্য কিছু লেখা ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ