আগরতলা, ২৬ জুলাই : ত্রিপুরা হটিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান জওহর সাহার পৌরহিতে শুক্রবার রাজধানী আগরতলার প্যারাডাই চৌমুনির হর্টিকালচার দপ্তরের অধিকর্তার অফিসে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। অফিসের কনফারেন্স হলে আয়োজিত ৮৮ তম বোর্ড মিটিংয়ে মূলত ছয়টি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই বিষয়গুলো হলো আগামী দিনে কর্পোরেশনের কাজের পরিধি বৃদ্ধি করা, রাজ্যের কৃষকদের কাছে কর্পোরেশনের বিভিন্ন সুফল পৌঁছে দেওয়া, কর্পোরেশনকে আর্থিক ক্ষতি থেকে উত্তরণ ঘটিয়ে জনমুখী বিভিন্ন পরিকল্পনায় যাতে কাজে লাগানো যায় এর জন্যপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ক্যামকো কোম্পানির সঙ্গে পুনরায় ব্যবসা শুরু করা। পাশাপাশি আরো বিভিন্ন প্রতিষ্ঠিত কৃষি পণ্য সামগ্রী বিপনন যেমন সৌর বিদ্যুৎভিত্তিক সেচ প্রকল্প, হাইটেক নার্সারি তৈরি করা, সংস্থাকে আর্থিকভাবে লাভবান করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা। এদিনের এই কর্মসূচিতে সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দফতরের সচিব অপূর্ব রায়, উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ডক্টর ফনি ভূষণ জমাতিয়া, জয়েন ডিরেক্টর রাজীব দেববর্মা সহ কর্পোরেশনের দুইজন বোর্ড অফ ডিরেক্টর।
0 মন্তব্যসমূহ