Advertisement

Responsive Advertisement

সমাজের জন্য সরকারের পাশাপাশি সামাজিক সংস্থাও কাজ করছে : মন্ত্রী সান্তনা চাকমা


আগরতলা, ২৮ জুলাই : রোটারি ক্লাব অব আগরতলা সিটির উদ্যোগে রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হুইলচেয়ার বিতরণ করা হয়।আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের শিল্প উন্নয়ন এবং কারা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমাসহ সংস্থার কর্মকর্তারা। 
 সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন আগরতলা প্রেসক্লাবে দশটি সংস্থা ও পাঁচজন দিব্যাঙ্গের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা বলেন, আমাদের এই ক্ষুদ্র রাজ্য ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার প্রতিনিয়ত কাজ করছে। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। রোটারি ক্লাব অব আগরতলা সিটি এই সংস্থাগুলির  মধ্যে অন্যতম। তারা সমাজের অবহেলিত মানুষের স্বার্থে সব সময় কাজ করছে। তিনি আরো বলেন, দিব্যাঙ্গরা সমাজের বাইরের কোন লোক নয়। তারাও সমাজের অন্যান্য অংশের মানুষের মতই বিভিন্ন কাজে পারদর্শী। তাদেরকে সঠিক পথে পরিচালিত করতে সরকারের পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সেচ্ছাসেবী সংগঠনগুলিকে এগিয়ে আসতে হবে। 
 এপ্রসঙ্গে উল্লেখ্য যে রোটারি ক্লাব অব আগরতলা সিটি নানা সামাজিক কাজকর্মের সঙ্গে দীর্ঘ বছর ধরে জড়িত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ