আগরতলা, ১৯ জুলাই : গন্ডাছড়ার শিবিরে অবস্থানরত সাধারণ মানুষদের সাহায্যের লক্ষ্যে নিজের ব্যক্তিগত উদ্যোগে চাল তুলে দিলেন গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শ্রীমন্ত রায়। একটি সাধারণ ঘটনাকে কেন্দ্র করে গত ১২ জুলাই গন্ডাছড়া মহকুমার বেশ কিছু জায়গা উত্তপ্ত হয়ে উঠে। একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে উশৃংখল আরো একটি সম্প্রদায়ের মানুষ। লুটপাট গবাদি পশু মেরে ফেলার সহ বাড়িঘর ও দোকানপাট জ্বালিয়ে দেয় ওই সকল উশৃংখল মানুষ। এই পরিস্থিতিতে প্রাণ ভয়ে আক্রান্ত এলাকা ছেড়ে আশ্রয় শিবিরে কোনমতে দিনযাপন করছেন অসহায় ও নিরীহ মানুষ। অসহায় মানুষদের পাশে রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠন এমনকি সাধারণ মানুষও ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এগিয়ে আসছেন এবং নিজেদের সাধ্যমত খাবার-দাবার ঔষধপত্র এবং জামা কাপড় দিয়ে সহায়তা করছেন হিংসার আগুনে নিঃস্ব হয়ে যাওয়া মানুষদেরকে। এরই প্রেক্ষিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শ্রীমন্ত রায়। তিনি শুক্রবার এই সকল মানুষদের সহায়তার উদ্দেশ্যে ব্যক্তিগত উদ্যোগে ১০৪ কেজি চাল কিনে দেন।
এবিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে তাদের কলেজে অনেক ছাত্রছাত্রী এবং তাদের পরিবার কঠিন পরিস্থিতিতে দিনযাপন করছেন। তাদেরকে কিঞ্চিত সাহায্য করার লক্ষ্যে তিনি চালগুলো বিতরণ করেছেন। অসহায় মানুষদের জন্য আরো বেশি সংখ্যক মানুষ সহায়তার হাত বাড়িয়ে দেয় এই আহবান রাখেন তিনি।
0 মন্তব্যসমূহ