আগরতলা, ১৪ জুলাই : রবিবার থেকে অনুষ্ঠানিক ভাবে শুরু হলো রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। পূজার প্রথম দিনেই পূর্ণাথীদের ব্যাপক সমাগম লক্ষ করা যায়। রীতি মেনে এদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে পূজা শুরু হয়। তার আগে ৫ টা ৪৫ মিনিটে স্নান যাত্রা হয়।
শনিবার সন্ধ্যায় হয়েছিল অধিবাস। পুরোহিত বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পূজার সূচনা করেন। পুরোহিত, চন্তাই, গালিম সবাই যে যার কাজে ব্যস্ত পূজানুষ্ঠানে। এদিকে খার্চি উৎসব ঘিরে পূর্ণাথীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। খোদ পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডা বিশাল কুমার সরেজমিনে পরিদর্শন করেন। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ার দেখেন তিনি। এবছর মেলায় ৮ শতাধিক ষ্টল রয়েছে। নানা রকম সাজেে সেজে উঠেছে স্টেলগুলি। দূর দূরান্ত থেকে এসেছেন ব্যবসায়ীরা। সাত দিন ব্যাপী চলবে এই খার্চি উৎসব ও মেলা। জেলা শাসক জানান ৫ কোম্পানি টিএসআর, ২ শতাধিক রাজ্য পুলিশ, স্কাউট এন্ড গাইড এবং মেলা কমিটির ভলিন্টিয়াররা রয়েছেন। পূর্ণাথীদের সুবিধার কথা ভেবে রাখা হয়েছে সব ধরণের ব্যবস্থা। এই উৎসব শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
0 মন্তব্যসমূহ