আগরতলা, ১ জুলাই : বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যতই আটক করা হচ্ছে ততই যেন অনুপ্রবেশ বাড়ছে। আগরতলা রেলওয়ে স্টেশনে প্রায় প্রতিদিন দলে দলে বাংলাদেশি ধরা পড়ছে। তার পরও অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না। রবিবার শিশু নারী পুরুষসহ ১১জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আগরতলা রেল স্টেশন থেকে আটক করে জিআরপি থানার পুলিশ। সোমবার তাদের আদালতে তোলা হয়। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস এই খবর জানিয়েছেন। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে স্টেশন চত্বর থেকে তাদের আটক করা হয়।
এক প্রশ্নের উত্তরে ওসি জানান, শুধু গত মাসেই আগরতলা রেল স্টেশন থেকে ৩৯ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে ৫ জন ভারতীয় মানব পাচারকারীকে আটক করা হয়. এই তথ্য প্রমান করে প্রতিদিন কি পরিমান বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটছে। তাই স্বাভাবিক ভাবেই সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।
0 মন্তব্যসমূহ