Advertisement

Responsive Advertisement

মনোনয়ন জমা দিতে বাধা, আগরতলায় বামেদের বিক্ষোভ মিছিল

এই নিউজের ভিডিও দেখতে ক্লিক করুন লিংকে 👈

আগরতলা, ১৮ জুলাই : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট সহ বিরোধী দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা করতে পারছেন না। ব্লক সহজে সকল জায়গায় মনোনয়নপত্র জমা দেওয়ার কথা, এই অফিসগুলোর বাইরে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা দাঁড়িয়ে থেকে বিরোধী প্রার্থীদেরকে বাধা দিচ্ছে এমনকি শারীরিক ভাবে নিগ্রহ করছে বলে অভিযোগ। এই পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে এবং এর প্রতিবাদে পশ্চিম জেলার বিভিন্ন ব্লকের সিপিআইএম প্রার্থীরা বৃহস্পতিবার রাজধানীর আগরতলার মেলার মাঠ এলাকার সিপিআইএম দলের অফিসের সামনে জড়ো হন। এরপর তারা শহরে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি সিটি সেন্টারের সামনে এসে শেষ হয় এবং সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি করেন। সিপিআইএম দলের নেতা পবিত্র কর সংবাদ মাধ্যমকে বলেন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নজিরবিহীন সন্ত্রাস চলছে। সিপিআইএম প্রার্থীরা কোথাও মনোনয়নপত্র জমা করতে পারছেন না। সরকারের এই ভূমিকার প্রতিবাদ জানিয়ে মনোনয়নপত্র হাতে নিয়ে সিপিএম প্রার্থীরা বিক্ষোভ কর্মসূচিতে মিলিত হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ