আগরতলা, ১০ জুলাই : তিন দিনের ত্রিপুরা সফরে এসে বুধবার তথা দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন পর্যটন, পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপী। মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে এই সৌজন্য সাক্ষাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদভাবে আলোচনা হয় দুজনের মধ্যে। এই বিষয়গুলির মধ্যে অন্যতম রাজ্যের পর্যটন ক্ষেত্রের অপার সম্ভাবনা, প্রাকৃতিক গ্যাসের খনন এবং পেট্রোপন্যের পরিবহন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানিয়ে রাজ্যের সর্বাঙ্গীণ উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের আন্তরিক প্রয়াসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এই সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
0 মন্তব্যসমূহ