সংবাদদাতা দীপঙ্কর, মোহনপুর, ২৫ জুলাই : মোহনপুর মহকুমার সিধাই থানাধীন এসরাই পাড়ায় আগরতলা খোয়াই কমলপুর রাস্তা অবরোধে বসে এলাকাবাসী। কারণ একটি গাড়ি ওই এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পরেশ দেববর্মা নামে ৬০বছর বয়সী এক বৃদ্ধকে এসে ধাক্কা দেয়। তারপর তার মেয়ে দৌড়ে এলে ওই মেয়েকেও মারধর করে গাড়ির ড্রাইভার বলে অভিযোগ। এরপরই গাড়িটি পালিয়ে যায়। ঘটনা গতকাল সাড়ে চারটা নাগাদ। তারপর পরেশ দেববর্মার ছেলেরা এসে তাকে জিবিতে নিয়ে যায়। হ্যাপাতালে সে মারা যায়। রাতেই সিধাই থানায় তারা এসে অভিযোগ করে যায়। তাই বৃহস্পতিবার গ্রামবাসীরা সবাই একত্রিত হয়ে এসরাই এলাকায় রাস্তা অবরোধে বসে। ঘটনা স্থলে সিধাই থানার আধিকারিক মঙ্গেস পাটারি সহ পুলিশ এবং টি এস আর বাহিনী পৌঁছেছেন। অবরোধকারীদের সাথে ও কথাবার্তা ও বলেছেন। পরবর্তীতে ঘটনা স্থলে পৌঁছায় মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন। ঘটনার সুষ্ঠ তদন্ত করা হবে এই আশ্বাস দিলে অবরোধকারীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেন।
0 মন্তব্যসমূহ