আগরতলা, ১১জুলাই : সম্প্রতি আগরতলা পার্শবর্তী আমতলী থানাধীন বেলাবর এলাকায় কংগ্রেসের দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরের পথে ২/৩ জন কর্মী দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন বলে অভিযোগ। এই বিষয়ে আমতলী থানায় অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু সাতদিন অতিক্রান্ত হয় সত্ত্বেও কাউকে গ্রেপ্তারের খবর নেই। তাই বৃহস্পতিবার সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমতলী থানায় ডেপুটেশন দেওয়া হয়। ওসি এর অনুপস্থিতিতে থানার সেকেন্ড অফিসারের কাছে ডেপুটেশন পেশ করেন তারা। একই সঙ্গে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভও দেখান। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী প্রমুখ।
0 মন্তব্যসমূহ