Advertisement

Responsive Advertisement

এলপিজি এবং জ্বালানি তেল নিয়ে মহাকরণের বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ২২জুলাই : এলপিজি সিলিন্ডার ও কেরোসিন তেল সরবরাহের সাথে সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সোমবার মহাকরণে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। খাদ্য জনসংভরণ এবং ক্রেতা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই বৈঠকের পৌরহিত্য করেন। এল.পি.জি সিলিন্ডার ও কেরোসিন তেল এর মতো অত্যাবশ্যকীয় পেট্রোপণ্যের জন্য জনগণের যাতে কোন ধরনের ভোগান্তির শিকার হতে না হয় তার জন্য বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এই বৈঠকে মন্ত্রীর পাশাপাশি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী, সদর মহকুমার মহকুমা শাসক মানিক লাল দাস, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবং ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড এর উচ্চপদস্থ আধিকারিকগণ। বৈঠকে মন্ত্রী সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন বর্ষাকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের যাতে জ্বালানি তেল এবং পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত তেল এবং গ্যাসের সংকট দেখা না দেয় সে দিকে নজর দেওয়ার জন্য। মন্ত্রীর চেম্বারে হয় এই বৈঠক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ