আগরতলা, ১২ জুলাই : গন্ডাছড়ায় অশান্তি সৃষ্টি হওয়ার কিছুক্ষণের মধ্যেই তৎপর হলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। তিনি উত্তেজিত জনতাদের প্রতি আহ্বান রাখেন আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য। গত কয়েকদিন আগে ত্রিপুরার ধলাই জেলার গন্ডাছড়া এলাকায় আনন্দমেলায় দুটি গুষ্টির মধ্যে বচসা বাদে। পরবর্তী পর্যায়ে এই বচসা মারপিটের রূপ নেয়। এই ঘটনায় পরমেশ্বর রিয়াং নামে এক যুবক গুরুতর আহত হয়। পরবর্তী সময় তাকে আগরতলার জিবি হাসপাতালের রেফার করা হয়। কিন্তু শুক্রবার জিবি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃতদেহ এদিন সন্ধ্যা নাগাদ গন্ডারছড়া এলাকায় পৌঁছতেই তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। জনজাতি অংশের একাংশ মানুষ বাঙালি অংশের মানুষের বাড়ি ঘরে হামলা চালায় বলে অভিযোগ। এই পরিস্থিতিতে প্রশাসন বাধ্য হয়ে গোটা এলাকায় 144 ধারা জারি করে এবং সিআরপিএফ ও টিএসআর বাহিনী মোতায়েন করে। এই পরিস্থিতির খবর পেয়ে তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এক অডিও বার্তা জারি করে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। তিনি তার অডিও বার্তায় উত্তেজিত জনতাদের উদ্দেশ্যে আহবান জানান হিংসা ত্যাগ করার জন্য। তিনি বলেন হিংসার মধ্য দিয়ে কোন কিছুর সমাধান সম্ভব নয়। তিনি আরো বলেন বিষয়টি নিয়ে ত্রিপুরা পুলিশের মহা নির্দেশিকের সঙ্গে কথা বলেছেন, সেই সঙ্গে মহা নির্দেশকের কাছে দাবি জানিয়েছেন যারা পরমেশ্বরের মৃত্যুর জন্য দায়ী তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে পুলিশ। সেই সাথে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। এই ঘটনার জেরে গোটা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
0 মন্তব্যসমূহ