আগরতলা, ২১ জুলাই : গোপন খবরের ভিত্তিতে রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় নেশা সামগ্রী সরবরাহকারী চক্রের সর্দার নাহিদ মিয়াকে জালে তুলতে স্বক্ষম হলো পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি রবিবার সংবাদ মাধ্যমকে জানান, নাহিদ মিয়াকে কলেজ টিলা এলাকা থেকে প্রায় তিন লক্ষ টাকার হেরইন সহ আটক করা হয়।
তিনি আরো জানান, তাদের কাছে বেশ কিছুদিন ধরে খবর ছিল মাদক ব্যবসায়ীদের একটি গোষ্ঠী স্কুটি ও মোটরবাইকে চেপে রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের নেশা সামগ্রী বিক্রি করছে। এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করার লক্ষ্যে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়ের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। এই টিমের সদস্যরা রাজধানীর বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ীদের দিকে তীক্ষ্ণ নজর রেখে চলছিলেন। অবশেষে মাদকসহ নাহিদ মিয়াকে আটক করা সম্ভব হল। খুব দ্রুত অন্যান্যদের কেউ জালে তোলা সম্ভব হবে বলে জানান ওসি।
0 মন্তব্যসমূহ