আগরতলা, ২১জুলাই : সংবর্ধনার জোয়ারে ভাসছেন ৭নং রামনগর বিধানসভা কেন্দ্রের নব নির্বাচিত বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রবিবার তাকে নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হারাধন সংঘের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। ক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে এই সংবর্ধনা জ্ঞাপন করা হয়। হারাধন সংঘ ক্লাব প্রাঙ্গনে এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর ও সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, এলাকার বিশিষ্ট চিকিৎসক ডা: জয়ন্ত রায়, ডা: জ্যোৎস্নাময় দত্ত, ক্লাব সম্পাদক অনুপম দে, ক্লাবের সহ-সভাপতি গৌতম দেব অন্যান্য ক্লাব কর্মকর্তারা সহ এলাকার বিশিষ্টজনেরা।
এদিন এই অনুষ্ঠানে এলাকা থেকে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করা ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। ছাত্র-ছাত্রীদের হাতে সংবর্ধনা তুলে দেন অনুষ্ঠানের উপস্থিত অতিথিরা। এদিন নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা তুলে দেন এই অনুষ্ঠানের আয়োজক কমিটির চেয়ারম্যান স্বরাজ সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭নং রামনগর বিধানসভার বিধায়ক দীপক মজুমদার বলেন, নেশা মুক্ত ত্রিপুরা গঠন করতে হলে হারধন সংঘ সহ রাজ্যের বিভিন্ন ক্লাবগুলোর সহযোগিতা প্রয়োজন। এলাকার ক্লাবগুলো যদি নেশা বিরোধী অভিযানে এগিয়ে আসেন তাহলে বিভিন্ন এলাকাগুলোতে নেশা বাণিজ্য কমে যাবে এবং আগামী দিনের ছাত্র যুবকদের নেশার কবল থেকে বাঁচানো যাবে। পাশাপাশি তিনি বলেন রামনগর বিধান সভা নির্বাচনে রামনগরবাসীরা বিধায়ক হিসাবে তাকে নির্বাচিত করার জন্য তিনি এলাকাবাসী সহ রামনগরের ভোটারদের কৃতজ্ঞতা জানান। রামনগরের উন্নয়নের জন্য সবসময় চেষ্টা করবেন বলে জানান। সব সময় রামনগরবাসীর উন্নয়নের পক্ষে থাকবেন বলেও তিনি জানিয়েছেন এদিন।
0 মন্তব্যসমূহ