Advertisement

Responsive Advertisement

নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে স্কুলে স্কুলে মানববন্ধন অনুষ্ঠিত

আগরতলা, ২৪ জুলাই : এবছর ন্যাশনাল এডুকেশন পলিসির চতুর্থ বর্ষ। এই চতুর্থ বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে সারা দেশব্যাপী সমস্ত বিদ্যালয়ে শিক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে। বুধবার এই কর্মসূচির প্রথম দিনে দেশের প্রতিটি স্কুলে মানববন্ধন আয়োজন করা হয়। এবারের এই মানববন্ধনের মূল বিষয় মাদকসহ বিভিন্ন ধরনের নেশা সামগ্রী সেবনের ক্ষতিকারক দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। 
সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যের প্রতিটি স্কুলেও এই মানববন্ধন কর্মসূচি উদযাপন করা হয়। এর অঙ্গ হিসাবে মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়েও এই কর্মসূচি পালন করা হয়। ছাত্রীরা স্কুলের সামনে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। তাদের হাতে মাদকের বিভিন্ন ক্ষতিকারক দিক সম্পর্কিত প্লে-কার্ড এবং ব্যানার ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ