আগরতলা, ১০ জুলাই : পশ্চিম জেলার অন্তর্গত লেফুঙ্গা ব্লকের কনফারেন্স হলে ব্লক পদাধিকারীদের উদ্যোগে আয়োজিত হয় ব্লক স্তরের উন্নয়ন সভা। এই সভায় সভাপতিত্ব করেন পশ্চিম জেলার জেলাশাসক ড. বিশাল কুমার। এই সভায় সভাপতিত্ব করার পাশাপাশি লেফুঙ্গা গ্রাম উন্নয়ন ব্লকের অধীনে বসবাসকারী নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পশ্চিম জেলার জেলা শাসক। এতে বিডিও সহ ৫০ তরের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গে উল্লেখ করে জেলাশাসক গোটা জেলার সকল অংশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। জেলাশাসকের কাজে খুশি সাধারণ জনগণ।
0 মন্তব্যসমূহ