আগরতলা, ৩১ জুলাই : পাঁচ চোর সহ চুরি হয়ে যাওয়া দুটো মোটর বাইক ও একটি ই-রিক্সা উদ্ধার করে পূর্ব আগরতলা থানার পুলিশ। বুধবার ধৃতদের আদালতে তোলা হয় বলে জানান সদর এসডিপিও দেবপ্রসাদ রায়।
পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে এই সাফল্য পায়। প্রথমে আটক করা হয় প্রাণতোষ দেব নামে এক দাগি চোরকে। তাকে জিজ্ঞাসাবাদের পর অন্যদের নাম উঠে আসে। এই চোর চক্রের সঙ্গে আরো অনেকে যুক্ত থাকতে পারে বলে পুলিশের অনুমান। ধরণের জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। এরা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেছে। শহর আগরতলায় চুরির ঘটনা এখন মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে গিয়েছে। সাধারণ মানুষ চাইছেন ধৃত চোর ছিনতাইবাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।
0 মন্তব্যসমূহ