Advertisement

Responsive Advertisement

বিদ্যুৎ পরিষেবাকে আরো মজবুত করার লক্ষ্যে দপ্তরের মন্ত্রী বৈঠক করলেন


আগরতলা, ১৭ জুলাই : ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কর্পোরেট কার্যালয়ে বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পৌরহিত্য করেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। 
 এদিনের এই বৈঠকে রাজ্যের প্রতিটি জেলার দায়িত্বে থাকা এজিএম এবং নিগমের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। নিরন্তর বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা এবং আগামী দিনে যাতে বিরতিহীন বিদ্যুৎ পরিষেবা প্রদান করা যায় সে ব্যাপারে সার্বিক প্রস্তুতি নিয়েও এদিন প্রয়োজনীয় নির্দেশ করেন মন্ত্রী। যেকোনো ধরনের ত্রুটি সারাই এর জন্য আরো অতিরিক্ত লোকবল এবং প্রয়োজনীয় গাড়ি সহ সমস্ত বিষয়ে প্রস্তুত থাকার জন্য কর্মকর্তাদের আরো সক্রিয় ভূমিকার নির্দেশ মন্ত্রী। বৈঠকের পর রাতের বিদ্যুৎ পরিষেবা আরো মজবুত হবে বলে আশা করা যাচ্ছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ