আগরতলা, ২০ জুলাই : বাম নেতা সমীর চক্রবর্তী প্রয়াত। গত ১৮জুলাই ভোর রাতে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২। এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। শোক প্রকাশ করে তিনি বলেন ' দীর্ঘ সংগ্রামের সাথীকে হারালাম।ছাত্র আন্দোলন থেকে সরাসরি পার্টির সর্বক্ষণের কর্মী হিসেবে সংগঠনের কাজ একসাথে করার অভিজ্ঞতা থেকে বলছি এমন অকুতোভয় সৈনিক পাওয়া বিরল। তাঁর চলে যাওয়া কমিউনিস্ট আন্দোলনের ব্যাপক ক্ষতি।
তিনি আরো বলেন কংগ্রেস- যুব সমিতি জোটের আমলে একাধিক প্রাণঘাতী হামলার মুখে দাঁড়িয়ে সমীর চক্রবর্তীর লড়াই দেখেছি।তিনি বলেন৯৪ সালের পুরসভার নির্বাচনে কংগ্রেস পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা পায়(বামফ্রন্ট তখন সরকারে), সেই ভোটে সমীর চক্রবর্তী প্রথম ভোটে যুদ্ধে জয়ী হয়ে কাউন্সিলার হয়েছিলেন। তখন পার্টির সদর বিভাগের সম্পাদক ছিলেন তিনি। এই কাজ তিনি ২০০৫ সাল পর্যন্ত নিখুঁত ভাবে চালিয়ে গেছেন। পবিত্র কর বলেন, এস এফ আই এর রাজ্য সভাপতি হিসেবে ৮১ সাল থেকে ৮৯ সাল পর্যন্ত কাজ করেছেন সাফল্যের সঙ্গে।১৯৯৪ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি ছিলেন পার্টির সদর বিভাগের সম্পাদক। পবিত্র কর বলেন তৃণমূল স্তর থেকে উঠে আসা এই লড়াকু সমীর চক্রবর্তী বহু ঝড় ঝাপটা সামলেছেন অসাধারণ দক্ষতায়। এই নেতাকে হারিয়ে রাজ্য কৃষক সভা গভীর শোক প্রকাশ করেছে,ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
0 মন্তব্যসমূহ