Advertisement

Responsive Advertisement

নির্যাতিতা নাবালিকার পাশে রাজ্য শিশুর সুরক্ষা কমিশন

আগরতলা, ৩০ জুলাই : সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত অবস্থার সাক্ষী হলো রাজধানী আগরতলা। 
বাবার পাশবিক লালশার শিকার ৯ বছরের নাবালিকা সন্তান। জঘন্যতম ঘটনাটি এ.ডি নগর ক্যাম্পের বাজার এলাকার। এক নর পিশাচ বাবা তার নিজ মেয়ের ওপর দিনের পর দিন পাশব লালসা চালিয়ে যাচ্ছিলো বলে অভিযোগ। সকলের নজর এড়িয়ে এই কাণ্ড করলেও অবশেষে এই ঘটনার খবর নির্যাতিতা নাবালিকার মা মঙ্গলবার পশ্চিম মহিলা থানায় অভিযোগ জানান।
এই নিন্দনীয় ঘটনাটি সংবাদ মাধ্যম থেকে জানার পর এ বিষয় সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে এবং শিশুটি সুষ্ঠু বিচারের জন্য এদিন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের পক্ষ থেকে ঘটনাস্থলে ছুটে যান এক প্রতিনিধি দল। এই ঘটনার খোঁজখবর নিতে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা এবং কমিশনের মেম্বাররা চামিলী সাহা, ঝুমা বিশ্বাস মৈত্রী দেব ও গৌতম শীল। তারা নির্যাতিতা নাবালিকা এবং তার মায়ের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে অভিযুক্ত বাবার যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয় এই আশ্বাস দিয়ে আসেন। পাশাপাশি নাবালিকা মেয়ের সুরক্ষা এবং তার মাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। বাবা নামে কলঙ্কিত এই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি ইতিমধ্যে উঠতে শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ