আগরতলা, ১৭ জুলাই : সীমান্ত রক্ষী বাহিনীর ২৪ ঘন্টা পাহারা থাকার পরও সীমান্ত অতিক্রম করে প্রতিনিয়তই বাংলাদেশী নাগরিক অবৈধ ভাবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছে। বলতে গেলে সীমান্তে তাদের অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ বাহিনী। মাত্র কিছুদিন আগে সীমান্ত সুরক্ষা বাহিনীর ডিরেক্টর জেনারেল ত্রিপুরা রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন জায়গা পরিদর্শন করে গেছেন। কিন্তু তাতেও থামছে না অনুপ্রবেশ। গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে জিআরপি আরপিএফ ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে একজন বাংলাদেশী ও একজন দালালকে গ্রেফতার করে।
বাংলাদেশী নাগরিকদের যথাক্রমে, নাম রিঙ্কু দাস, বাড়ি চট্টগ্রাম জেলায়। দালালের নাম রয়েল দাস, বাড়ি পশ্চিমবঙ্গের পূর্ববর্ধমান জেলায়। বুধবার জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ এতথ্য জানান। এদিনই তাদেরকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানান ওসি।
0 মন্তব্যসমূহ