Advertisement

Responsive Advertisement

সাব-স্টেশনের বিকল ট্রান্সফর্মারে ভয়াবহ অগ্নিকাণ্ড,অল্পেতে রক্ষা পায় এলাকা


 অয়ন নাগ, ধর্মনগর, ২৪ জুলাই : বৈদ্যুতিক ১৩২ কেবি সাব স্টেশনের বিকল ট্রান্সফর্মার গ্যাস কাটার দিয়ে কাটতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। অল্পেতে রক্ষা সাব স্টেশন সহ গোটা এলাকা। অভিযোগের তির সংশ্লিষ্ট দপ্তরের দিকে। ঘটনা উত্তর জেলার ধর্মনগর মহকুমাধীন মিশন টিলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক সোয়া দশটা নাগাদ হঠাৎ মিশন টিলা বৈদ্যুতিক ১৩২ কেবি সাব স্টেশনের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন আশপাশের লোকজন। দৌড়ে গিয়ে দেখতেপান সাব স্টেশনের ভেতরে রাখা একটি বিকল ট্রান্সফর্মারে আগুন জ্বলছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় ধর্মনগর দমকল অফিসে। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে অনেক সময় লাগায়। এদিকে বিদ্যুৎ দপ্তরের টেকনিক্যাল এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার সোহাগ দেব জানান,বহু বছর যাবৎ সাব স্টেশনের ভেতর পড়ে থাকা বিকল ট্রান্সফর্মার সহ অন্যান্য সামগ্রী অকশনে নিলাম করা হয়। আর তার বরাত পায় দক্ষিণ জেলার শান্তির বাজারের কর্মকার ওল্ড আয়রন সাপ্লাইয়ার নামক একটি সংস্থা। সেই সংস্থা কিছু দিন যাবৎ বড় বড় সামগ্রী সহ ট্রান্সফর্মার গুলি গ্যাস কাটার দিয়ে কেটে নিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাতেও ট্রান্সফার কাটতে গেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এরকম স্পর্শকাতর স্থানে এভাবে গ্যাস কাটার ব্যবহার করা যায় কিনা তা নিয়ে তিনি কোন মন্তব্য করেননি আধিকারিক। সাথে কর্মকার ওল্ড আয়রন সাপ্লাইয়ার নামক সংস্থার কর্মীরাও কোন উত্তর দিতে পারেননি। অপরদিকে দমকলের দুটি ইঞ্জিনের অবিরাম প্রচেষ্টায় রাত দুটোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বিদ্যুতের ১৩২ কেবি সাব স্টেশনের ভেতর এরকম ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল সাব স্টেশন সহ গোটা মিশন টিলা এলাকা।
স্থানীয় লোকজন অভিযোগ, যদি কোন ভয়ঙ্কর দূর্ঘটনা সংঘটিত হতো তাহলে সেই দায়ভারটা কাদের উপর পড়ত, সংশ্লিষ্ট দপ্তর নাকি কর্মকার ওল্ড আয়রন সাপ্লাইয়ারের উপর? গোটা ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে। সাধারণ মানুষের দাবি এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকার ওল্ড আয়রন সাপ্লাইয়ার সংস্থাকে যেন কালো তালিকায় ভুক্ত করা হয়। যাতে করে আগামী দিনের মানুষদেরকে এভাবে বিপদে ঠেলে ফেলতে না পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ