আগরতলা, ১০ আগস্ট : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু অংশের মানুষের উপর যে নির্মম অত্যাচার চলছে তার বিরুদ্ধে এবার সরব হয়েছে ত্রিপুরা বিদ্যার্থী সংগঠন। শনিবার বিকেলে এই সংগঠনের তরফে বাংলাদেশের হিন্দু অংশের মানুষের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বিকেলে রাজধানী আগরতলার পর্যন্ত প্রহাদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। সংগঠনের সদস্য সদস্যারা হাতে ফিতা বেঁধে এবং ভারতের জাতীয় পতাকা নিয়ে এই বিক্ষোভ মিছিলটি সংঘটিত করে। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার উগ্লান্ত প্রাসাদের সামনে এসে মিছিল শেষ হয়।
মিছিলের শুরুতে সংগঠনের তরফে ত্রিরাজ ভৌমিক বলেন, বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চরম নির্যাতন চলছে, এর প্রতিবাদে তাদের কর্মসূচি। সেই সঙ্গে তারা দাবি জানান এই ঘটনা বন্ধ করার জন্য অবিলম্বে যেন ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এবং উভয় দেশের সরকার মিলে হিন্দুদের উপর নির্যাতন বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে।
0 মন্তব্যসমূহ