আগরতলা, ১০ আগস্ট : শনিবার পশ্চিম জেলার মন্দাই এলাকায় আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা, মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, অনিমেষ দেববর্মা, সান্তনা চাকমা, সুশান্ত চৌধুরী, বিকাশ দেববর্মা, শুক্লচর নোয়াতিয়া, বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল, আগরতলা পুর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার, রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা সহ রাজ্য সরকারের অন্যান্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রী রাজ্যপালকে সংবর্ধনা পত্র শাল দিয়ে সংবর্ধনা জানান।
এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী, অধ্যাপক ডা মানিক সাহা বলেন, রাজ্যের ভূমিপুত্র এবং কৃতি সন্তান হলেন যীষ্ণু দেববর্মন। তিনি শুধু একজন রাজনীতিবিদই নন তিনি লেখক কবি এবং শিল্পীও বটে। রাজ্যের জনজাতিসহ সকল অংশের সার্বিক উন্নয়নে যীষ্ণু দেববর্মনের চিন্তাভাবনা এবং কর্মকৌশলতা এক নতুন দিশা দেখিয়েছে। এমন একজন ব্যক্তিত্বকে দেশের কোন একটি রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করায় রাজ্য ও রাজ্যবাসী গর্বিত বলে জানান মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানা রাজ্যপাল যীষ্ণু দেব বর্মন। শহর থেকে সরে এসে মান্দাইয়ের মত একটি স্থানে এই ধরনের অনুষ্ঠান করায় রাজ্য সরকারকে অভিনন্দন জানান। তিনি জানান, এর থেকে প্রমাণিত হয় সরকার গ্রামমুখী।
আরো বলেন, রাজ্যপালের ভূমিকা সেতুবন্ধনের মতো।
সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ত্রিপুরা রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মনকে তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হিসেবে নিয়োগ করেছেন। তিনিই প্রথম ত্রিপুরা রাজ্য থেকে রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন তাই ত্রিপুরা সরকারের তরফে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ