আগরতলা, ১২আগস্ট : হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে সারা দেশে এখন সাজে সাজো রব। দেশের জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয় এই উৎসব শামিল হতে প্রস্তুত। সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যে কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচিকে সামনে রেখে এখন রাজ্যের কোনায় কোনায় অনুষ্ঠিত হচ্ছে তেরঙ্গা যাত্রা। এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার আগরতলা পুর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। এদিনের এই রেলিতে নানা বয়সী মানুষ জাতীয় পতাকা রঙীন বেলুন নিয়ে শামিল হয়েছিলেন। ওয়ার্ড এর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই রেলিটি।
এবিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে এবং পুরো নিগমের মেয়র দীপক মজুমদারের সহযোগিতায় হচ্ছে। তিনি আরো বলেন আগামী ১৩ থেকে ১৫ই আগস্ট রাজ্যের প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং বাড়িঘরে নিজ নিজ উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ত্রিবর্ণ রঞ্জিত এই জাতীয় পতাকা আমাদের গর্ব আমাদের অহংকার। ভারত মাতাকে রক্ষা করার জন্য যে সকল বীর জওয়ানরা শহীদ হয়েছেন সম্মান জানিয়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচিতে যাতে সকলে অংশগ্রহণ করে এই আহ্বান জানান তিনি।
0 মন্তব্যসমূহ