Advertisement

Responsive Advertisement

মেয়রের উপস্থিতিতে এডিনগর স্কুলে হর ঘর তিরঙ্গা কর্মসূচী পালিত


আগরতলা, ১৩ আগস্ট : দেশের ৭৮তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশ জুড়ে ১৩ থেকে ১৫ আগস্ট পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এই উপলক্ষে মঙ্গলবার রাজধানী আগরতলার এডি নগর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আয়োজিত হয় হর ঘর তিরঙ্গা কর্মসূচি। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ নং রাম নগর বিধানসভা আসনের বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও ৩৩,৩৯-নং কর্পোরেটের অভিজিৎ মল্লিক ও অলক রায় ও বিশিষ্ট সমাজসেবী অসীম ভট্টাচার্য্য ও সজ্ঞয় সাহা ও বিদ্যালয়ের প্রধান সহকারী শিক্ষিকা শর্মিষ্ঠা দেববর্মণ ইনচার্জ দুলাল সাহা ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন।
মেয়র দীপক মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে জাতীয় তিরঙ্গার গৌরবকে স্মরণ করে "হর ঘর তিরঙ্গা" কর্মসূচি হচ্ছে। তিনি এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ