Advertisement

Responsive Advertisement

করিমগঞ্জে ১১৫ কোটির ড্রাগস বাজেয়াপ্ত, আটক চার পাচারকারী



অয়ন নাগ, ধর্মনগর, ৯ আগস্ট : পুলিশের চোখ নজরদারী উপেক্ষা করে এখনো চলছে নেশার করবার। প্রতিদিন পুলিশের জোরদার অভিযানে ধরা পড়ছে বিপুল পরিমাণে ড্রাগস  তবুও কালোবাজারীদের কোনো ভ্রুক্ষেপ নেই। ফের করিমগঞ্জে ধরা পড়ল ১১৫ কোটি টাকার ড্রাগস্ । আসাম পুলিশের আইজিপি পার্থ সারথি মোহন্ত এবং করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের যৌথ অভিযানে NL01AC 4764 নম্বরের একটি বারো চাকার লরিতে অভিযান চালিয়ে গিয়ারবক্সের কাছে একটি গোপন চেম্বার থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি এক কেজি তিনশ গ্রাম সন্দেহভাজন হেরোইনও উদ্ধার করেছে পুলিশ। এদিনের এই অভিযানে বিপুল পরিমাণের নিষিদ্ধ ড্রাগস জব্দের পাশাপাশি নাইমুল হক, ফুজাইল আহমেদ, আতিকুর রহমান এবং জগজিৎ দেব বর্মা নামের চারজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজনের বাড়ি নিলামবাজারে এবং একজনের বাড়ি ত্রিপুরায় বলে জানা গেছে। বর্তমানে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ