আগরতলা, ১৫ আগস্ট : সারা রাজ্যের সঙ্গে বৃহস্পতিবার পশ্চিম জেলা শাসকের অফিসেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এদিন সকাল সাতটায় অফিসের সামনে জাতীয় পতাকা তোলেন বিধায়িকা মীনা রানী সরকার। ত্রিপুরা পুলিশের তরফে সেলামি জানানো হয়। এই সময় বিধায়িকার পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডা বিশাল কুমারসহ অতিরিক্ত জেলা শাসক, সিনিয়র ডেপুটি মেজিস্ট্রেট এবং অন্যান্য আধিকারিক ও কর্মচারীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা মীনা রানী সরকার বলেন, আমাদের পূর্বপুরুষরা আন্দোলনের মধ্যে দিয়ে ২০০ বছরের ব্রিটিশের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন। সেই সঙ্গে তিনি বলেন বর্তমান সরকার মানুষের কল্যানে অনেক কাজ করছে।
0 মন্তব্যসমূহ