Advertisement

Responsive Advertisement

তিন লক্ষ টাকার স্বর্ণালংকার ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন অটোচালক

আগরতলা, ১৭ আগস্ট: মানবিকতা এখনো সমাজ থেকে পুরোপুরি মুছে যায়নি, মানবিকতা এখনো মানুষের মধ্যে বেঁচে আছে শনিবার তা প্রমাণ করলেন রাজধানীর এক অটো চালক।
তিন লক্ষাধিক টাকার সোনার জিনিস পেয়ে ফেরত দিলেন এই অটো চালক। এর মধ্য দিয়ে তিনি সততার অনন্য মজির স্থাপন করলেন। 
ঘটনার বিবরণে জানা গিয়েছে, ১৫ আগস্ট সুজিত সরকার নামে এক অটো চালকের অটো করে এক মহিলা ধলেশ্বর থেকে এনআইটি যাওয়ার পথে মহিলার ব্যাগ ফেলে দিয়ে চলে যায়। পরে ওই মহিলার ব্যাগের কথা মনে পড়লে বহু খোঁজাখুঁজি করে অটো চালককে খুঁজে পান। পরে তিনি পূর্ব আগরতলা থানায় এসে বিষয়টি জানান। এদিকে অটোচালক সুজিত সরকার পুরাতন মোটর মোটরস্ট্যান্ডের অটো সিন্ডিকেটের অফিসে বিষয়টি জানিয়ে রাখলেন যদি কেউ এসে হারানো বেগের খোঁজখবর করেন তাহলে যেন তাকে ফোন করা হয়, কিন্তু একদিন চলে গেলেও কেউ মোটা স্ট্যান্ডে এসে খোঁজখবর করেনি, তাই শনিবার নিজেই সে পূর্ব আগরতলা থানায় ব্যক্তি নিয়ে আসে এবং গোটা বিষয় অবগত করে। তখন পূর্ব থানার তরফে মহিলাকে ফোন করে নিয়ে আসা হয় এবং মহিলার হাতে তার সামগ্রী তুলে দেওয়া হয়। প্রায় ৩ লক্ষ টাকার স্বর্ণের জিনিস ছিল ব্যাগের ভিতর যেগুলো ফিরিয়ে দেওয়া হয় মালিকে।
সেই বিষয় নিয়েই আজ পূর্ব থানার পুলিশ সুজিত সরকার ও তার স্ত্রীকে সংবর্ধনা প্রদান করেন। পাশাপাশি হারিয়ে যাওয়া জিনিস মহিলারা হাতে তুলে দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এবং পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ