Advertisement

Responsive Advertisement

রাজ্যে পাম তেল প্রক্রিয়াকরণ কেন্দ্রের শিলান্যাস করলেন মন্ত্রী রতন লাল নাথ


আগরতলা, ১০ আগস্ট: ত্রিপুরা রাজ্যের কৃষিভিত্তিক কারখানার মুকুটে আরো একটি পালক যুক্ত হতে যাচ্ছে। রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের হাত ধরে এই শিল্পের ভিত্তিপ্রস্তত স্থাপিত হল। 
রাজ্যে চালু হতে যাচ্ছে পাম তেল প্রক্রিয়া করন কারখানা, গবেষনা ও উন্নয়ন কেন্দ্রের। বেসরকারি গোদরেজ এগ্রোভ্যাট কোম্পানি এবং ত্রিপুরা সরকারের উদ্যোগে শুরু হলো এই প্রক্রিয়াকরন কেন্দ্র স্থাপন করা হবে ধলাই জেলার নালকাটায়। শনিবার রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ নিজ হাতে এর ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। এই উপলক্ষে এদিন নালকাটার সরকারী উদ্যানে এক অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের কৃষি দপ্তর ও গোদরেজ এগ্রোভ্যাট কোম্পানি লিমিটেড। 
 মন্ত্রীর পাশাপাশি দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাম তেল প্রক্রিয়াকরন কেন্দ্রের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সৌগত নিয়োগী, স্থানীয় বিধায়ক পলদাংশু, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়সহ অন্যান্যরা। 
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, ভারতে ভোজ্য তেলের চাহিদার তুলনায় উৎপাদন অনেকটাই কম। তাই বিদেশ থেকে বুর্য তেল আমদানি করতে হয়। এর ফলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যায়। যাতে ভারতবর্ষকে ভোজ্য তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করা যায় এই লক্ষ্যকে সামনে রেখে কেন্দ্র সরকার পাম তেল চাষে বিশেষ উদ্যোগ নিয়েছে। বর্তমানে ভারতের ৩লক্ষ ৭০ হাজার হেক্টর এলাকায় পাম চাষ হচ্ছে। চাহিদার সাথে যোগান বাড়াতে রাজ্যেও এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি আরো বলেন, ত্রিপুরার মাটি পাম চাষের জন্য উত্তম। তাই রাজ্যে পাম চাষের জন্য গোদরেজ উত্তর, ঊনকোটি এবং ধলাই জেলা ও বাকি পাঁচটি জেলার জন্য পতঞ্জলি ফুডস লিমিটেডের সঙ্গে চুক্তি হয়েছে। তিনি জানিয়েছেন রাজ্যের ৮৫৩ হেক্টর জায়গায় লাগানো হয়েছে পাম গাছ। এরজন্য সবচাইতে বেশি কাজ করেছে গোদরেজ কোম্পানি। মন্ত্রী বলেন, পাম চাষ করে যেসব চাষীরা সাবলম্বী হতে চইছেন তাদের বিভিন্ন ভাবে সাহায্য করবে রাজ্য সরকার।
মোট দশ হেক্টর জায়গা জুড়ে নালকাটায় গড়ে উঠবে এই প্রক্রিয়াকরন কেন্দ্র। মালয়েশিয়া পাম তেল চাষে পৃথিবীর মধ্যে বিখ্যাত, তাই সে দেশ থেকে উন্নত জাতের বীজ এনে চারা তৈরী করে তার থেকেই রাজ্যে তেল উৎপন্ন করবে সংস্থা। এদিন নালকাটা থেকে গণ্ডাছড়ার উদ্দেশ্যে রওনা দেয় পামগাছের চারা। সবুজ পতাকা নেড়ে মন্ত্রিসহ উপস্থিত অতিথিরা এই চারাগুলোর যাত্রা শুরু করান। এদিন পাম চাষের জন্য অনলাইন অ্যাপেরও সূচনা করেন মন্ত্রী। অনুষ্ঠানে পাম গাছের চারা রোপন করেন মন্ত্রিসহ উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে প্রচুর সংখ্যক আগ্রহী চাষী উপস্থিত হয়েছিলেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ