আগরতলা, ১৬ আগস্ট : কলকাতার আরজি কর হাসপাতালের ডাক্তারি পাঠরত ও ছাত্রীর সঙ্গে বর্বর রচিত আচরণ এবং তাকে খুন করার ঘটনায় দেশজুড়ে তীব্র বিক্ষোভ চলছে। এই ঘটনার নিন্দা জানিয়ে বিজেপির মহিলা মোর্চার তরফে ভিক্ষুক কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানী আগরতলার আস্তাবল ময়দানের স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে এই কর্মসূচি আয়োজন করা হয়।
কলকাতার পিজি ডাক্তারি পাঠরত ছাত্রীকে ধর্ষণের পর পেলভিকবোন ভেঙে দেওয়া হয়েছিলো। শরীরে ১১৩ টা কামড়ের দাগ ও তাকে নিম্নে ৩০বার গনধর্ষণ করা প্রমান পাওয়া গিয়েছে। চোখ দিয়ে জল আসেনি, রক্ত বের হয়েছিল। ধর্ষণ করার সময় তার দুপাশ থেকে যে হাত বেঁধে রেখেছিলো, সেও একজন মেয়ে ছিলো। ঠিক কতোটা ঘৃণা করলে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সাথে এতো নৃশংসতা হতে দেওয়া যায়? এই ঘটনার ধিক্কার জানিয়ে শুক্রবার মোমবাতি রেলি সংঘটিত করলো বিজেপির সদর শহর মহিলা মোর্চা। রাজ্য থেকে এই ঘটনার তীব্র নিন্দা, ঘৃণা ও সংহতি প্রকাশ করা হয়। ধিক্কার জানান মমতা ব্যানার্জি এবং তার সরকারকে। মৌমিতার ধর্ষকের বিভৎস মৃত্যু সকলে। উপস্থিত ছিলেন সদর শহরাঞ্চল জেলা সভাপতি অসীম ভট্টাচাৰ্য, জেলা মহিলা মোর্চার সভানেত্রী ঝুমা বিশ্বাস।
0 মন্তব্যসমূহ