Advertisement

Responsive Advertisement

আখাউড়ায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী এবং বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে মৈত্রীর বার্তা দিলেন প্রতিমা ভৌমিক


আগরতলা, ১৯ আগস্ট: বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হলে নানা বিশ্লেষক নানাভাবে ভারত ও বাংলাদেশের সম্পর্ককে নিয়ে মতামত ব্যক্ত করছেন। এর ফলে উভয় দেশের সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এই বিভ্রান্তি দূর করার লক্ষ্যে রাখি বন্ধন উৎসবকেই মাধ্যম করে তুললেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক। 
সোমবার বিকেলে তিনি রাজধানী আগরতলার পার্শ্ববর্তী আখাউড়ার ভারত বাংলাদেশ সীমান্তে গিয়ে ডিউটিরত প্রথমে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি'র জওয়ানদের হাতে রাখি পরিয়ে মিষ্টির প্যাকেট তোলে দেন। 
পাশাপাশি সীমান্তের ভারতীয় অংশের ইন্টিগ্রেটেড চেকপোস্টের নিরাপত্তার দায়িত্বে থাকা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জওয়ানদের হাতেও রাখি পরিয়ে দেন। 
সোমবার শ্রাবণী পূর্ণিমা। এই দিনে বোনেরা ভাইয়েদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করেন। আমাদের দেশে যুগ যুগ ধরে এই দিনটি রাখি বন্ধন হিসেবে পালিত হয়ে আসছে।রাখি বন্ধন উপলক্ষে জওয়ানদের হাতে রাখি বেধে দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন প্রতিমা ভৌমিক। সেই সাথে মিষ্টিও বিতরণ করেন তিনি। এই কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এই পবিত্র দিনে সীমান্ত সুরক্ষার কাজে নিয়োজিত ভাই এবং বোনেরা যেন মনে না করেন তারা বাড়িঘর ছেড়ে অনেক দূরে রয়েছেন। তাই ২০০৭ সাল থেকে প্রতিবছর আখাউড়া সীমান্তে কর্মরত উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর জোওয়ানদের সঙ্গে ভাইফোঁটা এবং রাখি বন্ধন উৎসব পালন করে আসছেন বলে জানান।
এই পবিত্র দিনে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ান সহ সকল রাজ্যবাসীর সার্বিক মঙ্গল কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রতিমা ভৌমিক।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ