আগরতলা, ৩ আগস্ট : ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কবলে এখন বিপর্যস্ত ভগবানের নিজের দেশ নামে খ্যাত কেরালা রাজ্য। বন্যার কারণে সে রাজ্যের হাজার হাজার মানুষ এখন আশ্রয় শিবিরে রয়েছেন। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে সিপিআই(এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটি।
সে রাজ্যে এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াইনাডে জেলা। হাজার হাজার মানুষ বন্যার কারণে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। মৃত্যুর সংখ্যা শতাধিক ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বন্যা দুর্গত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সারাদেশের মানুষ। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কেরালার মানুষের সাহায্যে এসেছে সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটি।
এর প্রেক্ষিতে শনিবার সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য কমিটির তরফে রাজধানী আগরতলার সাধারণ মানুষের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, নারী নেত্রী রমা দাস, প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিনের এই কর্মসূচি সম্পর্কে মানিক সরকার বলেন, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে কেরালার মানুষ বিপন্ন। এই পরিস্থিতিতে সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতের বিভিন্ন রাজ্যের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন তাদের পাশে থাকার জন্য। দুর্গত মানুষদের সহায়তা করার লক্ষ্যে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছ থেকে রাম সংগ্রহ করা হচ্ছে। সাধারণ মানুষ তাদের নৈতিক মূল্যবোধ থেকে নিজেদের সাধ্যমত আর্থিক সহায়তা করছেন। সহায়তার এই অর্থ রাশি কেরালার বন্যা দুর্গতদের সাহায্যের জন্য পাঠিয়ে দেওয়া হবে বলেও জানান মানিক সরকার।
রাজধানীর মেলার মাঠ এলাকা থেকে প্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়। এই সময় দোকান পথ চলতি মানুষ সকলের কাছ থেকেই সহায়তা গ্রহণ করা হয়।
0 মন্তব্যসমূহ