আগরতলা, ২৯ আগস্ট: রাজ্য সরকারের আহব্বানে সাড়া দিয়ে নানা সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংস্থা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই কাজে এবার হাত বাড়ালো ত্রিপুরা কৃষি স্নাতক সমিতি।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে চলছে ত্রিপুরা কৃষি স্নাতক সমিতি। এরই অঙ্গ হিসেবে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্য বাসীর পাশে দাঁড়ালেন তারা। সমিতির তরফে বৃহস্পতিবার গোমতি জেলার অমরপুর মহকুমার অন্তর্গত বীরগঞ্জ এলাকায় এক সহায়তা শিবিরের আয়োজন করা হয়। এদিন সমিতির তরফে ৩০০ টি বন্যা পীড়িত পরিবারের হাতে সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির প্রাক্তন সভাপতি ড. রাজীব ঘোষ, সভাপতি জীবন দেববর্মা, সাধারণ সম্পাদক সুজিত দাস সহ অন্যান্য সদস্য সদস্যারা। উপস্থিত সদস্যদের হাত দিয়ে কাপড়, ঔষধসহ রোগ জীবাণুর হাত থেকে যাতে বন্যা দুর্গতরা রক্ষা পেতে পারেন তার জন্য প্রয়োজনীয় জীবাণুন নাশক সামগ্রিক প্রদান করা হয়। সেই সঙ্গে এই সময়ে যা অত্যন্ত জরুরী পরিশ্রুত পানীয় জল তাও পর্যাপ্ত পরিমাণে বিতরণ করা হয় এলাকাবাসীর মধ্যে। এই শিবিরের আয়োজন করেন কৃষি তত্ত্বাবধায়ক সুমিত ভট্টাচার্যী এবং ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির অমরপুর ইউনিট। বন্যা বিধ্বস্ত এলাকার সাধারণ মানুষ সরকারের পাশাপাশি ত্রিপুরা কৃষি স্নাতক সমিতির এই সহায়তা পেয়ে সন্তুষ্টি ব্যক্ত করেন এবং সমিতিকে ধন্যবাদ জানান। এই প্রসঙ্গে উল্লেখ যে সমিতি সারা বছর মানুষের কল্যাণে কাজ করে থাকে। তাদের এই সামাজিক কাজের জন্য রাজ্যজুড়ে উচ্চ প্রশংসিত ত্রিপুরা কৃষি স্নাতক সমিতি।
0 মন্তব্যসমূহ