Advertisement

Responsive Advertisement

জিরানিয়ায় অশান্তির পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে: জেলাশাসক


আগরতলা, ২৬ আগস্ট : ত্রিপুরার পশ্চিম জেলার জিরানিয়া মহকুমার অন্তর্গত দুর্গানগরের কইতুর বাড়ি এলাকায় রবিবার রাতে যে সাম্প্রদায়িক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার প্রেক্ষিতে সোমবারও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পশ্চিম জেলাশাসকের তরফে ১৪৪ধারা জারি করা হয়েছে। সেই সঙ্গে ঘটনা স্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ এবং নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছে। 
ঘটনার বিষয়ে সরে জমিনে জানতে সোমবার এলাকায় ছুটে যান পশ্চিম জেলার জেলা শাসক ডা বিশাল কুমার। তিনি নিজে স্থানীয় এলাকার মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করেন। বিশেষ করে কি ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা জানতে চেষ্টা করেন তিনি। পাশাপাশি এলাকার বাসিন্দাদের আশ্বাস দেন গোটা বিষয়টি তদন্ত করেসঠিক পদক্ষেপ গ্রহণ করা হবে। 
পরে এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জেলাশাসক বলেন, এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। যদি কারো কোন সামগ্রীর ক্ষতি হয়ে থাকে তাহলে সরকারি ভাবে তার ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। যে দুটি বিশেষ সম্প্রদায়ের মানুষের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হওয়ার মধ্য দিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে আলোচনার মধ্য দিয়ে তা মিটিয়ে নিয়ে আবার শান্তিপূর্ণ অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টাচলছে। খুব দ্রুত আগের মতো পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। 
এই ঘটনার সঙ্গে জড়িত কিছু দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে। খুব দ্রুত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন জেলা শাসক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ