Advertisement

Responsive Advertisement

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত



আগরতলা, ১৯ আগস্ট : প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে সোমবার রাখি বন্ধন উৎসবের শামিল হল প্রদেশ কংগ্রেসের মহিলা সদস্যরা। এদিন বৃষ্টিতে ভিজে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে আগরতলা রেলওয়ে স্টেশনে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়। এদিন উপস্থিত সকলে রেলস্টেশনের ভেতরে এবং বাইরে সাধারণ মানুষ থেকে শুরু করে যাত্রীদের হাতে রাখি পরিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। সেদিন তারা প্ল্যাটফর্মের বিভিন্ন যাত্রী, রেলওয়ে পুলিশসহ রেলের কর্মচারী দোকানদার সকলের হাতে রাখি পরিয়ে ভাতৃত্বের বন্ধনের বার্তা ছড়িয়ে দেন।
 এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল,  সুভদ্রা চক্রবর্তী, অর্পিতা সরকার, শিপ্রা বণিক প্রমুখ। এভাবে প্রবল বৃষ্টির মধ্যে ভাতৃত্বের বন্ধন ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগের জন্য তাদের সকলকে ধন্যবাদ জানান সাধারণ মানুষ। 

 এ দিনের এই কর্মী সম্পর্কে অর্পিতা সরকার লিখেছেন- ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাখি পূর্ণিমার পুণ্য তিথিতে রাখি বন্ধন উৎসব পালন করি। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে কবিগুরু রবি ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। রাখি বন্ধন হচ্ছে সম্প্রীতি, ভাতৃত্ববোধ এর উৎসব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় এই উৎসব উদযাপন করেছি। রাখি বন্ধন শুধুমাত্র ঘরে ভাই বোনের উৎসব নয়। ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের মেলবন্ধনের উৎসব হচ্ছে এই রাখি বন্ধন। প্রতিটি মানুষের মধ্যে ভালো এবং খারাপ আছে। সব পুরুষ যে খারাপ হবে এমন তো না। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নারীরা আন্তরিক ভালবাসার মাধ্যমে সম্প্রীতি ভাতৃত্ববোধে এই উৎসব পালন করেছি। হিংসা ছড়ালেই হিংসা বারে। মা সারদা বলেছিলেন ভালোবাসায় সব হয়। আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সবাই আন্তরিক ভালবাসা ও সম্প্রীতি ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমরা এই উৎসবটি আজকে পালন করলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ