Advertisement

Responsive Advertisement

বণ্যার্তদের সেবায় হাত বাড়িয়ে দিল শিশুবিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা


আগরতলা, ৩১ আগস্ট: চলতি মাসের একুশ- বাইশ তারিখে রাজ্যে ঘটে যাওয়া বিধ্বংসী বন্যায় জনজীবন যারপরনাই বিপর্যস্ত। এই অবস্থায় বরাবরের মতোই রাজধানী আগরতলা তোতা রাজ্যের অন্যতম স্বনামধন্য শিশুবিহার স্কুল আর্তের সেবায় হাত বাড়িয়ে দিল। সদর মহকুমা শাসকের অনুমতিক্রমে ও স্থানীয় কর্পোরেটর প্রদীপ চন্দ'র উপস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ভাটি অভয়নগরস্থিত মধ্যদ্বীপ এলাকার দেড়শো বন্যার্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী তুলে দেন।প্রতিটি ব্যাগে ছিল -বিস্কিটের প্যাকেট,জলের বোতল, কেক, হরলিকস্,গ্লুকোন-ডি, ও.আর.এস প্যাকেট, দুধ(আমুল তাজা ৫০০গ্রাম),টুথব্রাশ, টুথপেষ্ট, মশার ধূপকাঠি ইত্যাদি ত্রাণ সামগ্রী। এছাড়াও এলাকায় শিশু ও বৃদ্ধদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। বিদ্যালয়ের এনএসএস ইউনিট ও বেশ কয়েকজন সমাজকর্মী সর্বোতভাবেই এই ত্রাণ দান কাজে সক্রিয় ছিলেন। পড়াশোনার পাশাপাশি শিশুবিহার সবসময়ই নানা সামাজিক, প্রাকৃতিক বিপর্যয়ে মানবিকতার হাত বাড়িয়ে দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ