Advertisement

Responsive Advertisement

ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান জওহর সাহা উপস্থিতি হর ঘর তিরঙ্গা কর্মসূচী

আগরতলা, ১৩ আগস্ট : রাজধানীর কলেজটিলাস্থিত ঈশ্বর পাঠশালা প্রাঙ্গনে কচিকাচা শিশু ও তাদের অভিভাবক অভিভাবিকাদের নিয়ে হার ঘর তিরাঙ্গা কর্মসূচী পালন করা হয়। মঙ্গলবার কচিকাচাদের নৃত্য ও সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান জওহর সাহা, সেই সঙ্গে উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত জিমন্যাস্ট মন্টু দেবনাথ এবং করবুক মহকুমার প্রত্যন্ত এলাকা দূর্গারাম পাড়ার বাসিন্দা এবং প্রবীন সমাজসেবী বীরেন্দ্র রিয়াং, স্কুল কমিটির সম্পাদক সুমন নাথ সহ অন্যান্য বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান জওহর সাহা। সেই সঙ্গে উমাকান্ত ইংলিশ মিডিয়াম হাই স্কুল প্রাঙ্গনে আমাদের দেশর যস্বশী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বনে ৩ দিন যাবৎ দেশব্যাপী হার ঘর তিরাঙ্গা কর্মসূচীর সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। সকলকে নিয়ে এক বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ঐ শোভাযাত্রায় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন জওহর সাহাও। 
হার ঘর তিরঙ্গা কর্মসূচীর অঙ্গ হিসাবে নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন জওহর সাহা। সে সময় তার বাসভবনে উপস্থিত ছিলেন করবুক মহকুমার প্রত্যন্ত এলাকা দুর্গারাম পাড়ার বাসিন্দা এবং প্রবীন সমাজসেবী বীরেন্দ্র রিয়াং এবং তার পরিবারের সকল সদস্যসহ আরো অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ