সেই সঙ্গে আসবেন রাজ্যগুলির মুখ্য সচিব, পুলিশ মহা নির্দেশক সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এই অঞ্চলের রাজ্যের উন্নয়ন বিষয় সহ উত্তর পূর্বাঞ্চলের সুরক্ষা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হবে।
বাংলাদেশের সাম্প্রতিক কালের ঘটনার পর সীমান্ত সংলগ্ন ত্রিপুরা রাজ্যে এই ধরনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সোমবার রাখি বন্ধন উৎসবের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বিষয়টি জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরো বলেন, আগে এই বৈঠকের জন্য শিলং, আসাম যেতে হতো। প্রথমবারের মতো এন ই সি-র বৈঠক ত্রিপুরায় হতে যাচ্ছে, বিষয়টি অত্যন্ত আনন্দের বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন এই বৈঠককে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে পর্যালোচনা বৈঠকের পর জোর প্রস্তুতি চলছে।
0 মন্তব্যসমূহ