আগরতলা, ১৯ আগস্ট : সোমবার রাখী বন্ধন উৎসব। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা মানিক সাহার সরকারি বাস ভবনে পালন করা হয় রাখী বন্ধন উৎসব। এইদিন রাজধানী আগরতলার শ্যামাপ্রসাদ রোডেরা মুখ্যমন্ত্রী সরকারী বাসভবনে বোনরা মুখ্যমন্ত্রীকে রাখী পড়িয়ে দিয়ে তার মঙ্গল কামনা করেন। প্রদেশ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ সংগঠনের অন্যান্য কার্যকর্তা এবং সকল অংশের মহিলা সহ কলেজের ছাত্র ছাত্রীরা রাখী পরিয়ে দেন।
পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে রাখী বন্ধন উৎসব উপলক্ষ্যে সকল অংশের মহিলাদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমাদেরই দায়িত্ব বোনেদেরকে দেখে রাখা। আমরা অনেক সময় ভুলে যাই , আমরা যখন ঘর থেকে বের হই আমরা ভাবি তারা শুধু ঘরের কাজেই থাকবে। কিন্তু ওদের বাইরেও বের হতে হয়। বর্তমান সময়ে মেয়েরা ভিবিন্ন জায়গায় কাজ করছে। বর্তমান সময়ে চারদিকে যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে , তাই একজন ভাই হিসাবে মহিলাদের নিরাপত্তা দেওয়া আমারেই কর্তব্য। প্রসঙ্গ ক্রমে তিনি বলেন, আমরাও চাইছি ত্রিপুরা রাজ্যে যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয় আর সেই দিশাতেই সরকার কাজ করে যাচ্ছে। মাঝে মাঝে এদিক সেদিক হয় কিন্তু যখনই কোন সমস্যা হয় তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয় এবং সেগুলিকে আইনের আওতায় নিয়ে আসা হয়।
পাশাপাশি তিনি আরো বলেন এখন আমাদের হিংসা মুক্ত ত্রিপুরা গড়তে হবে। আর হিংসা মুক্ত ত্রিপুরা গড়তে পারলেই যে কোন সময় আমাদের মা ও বোনেরা রাত্রি বেলা হোক আর দিনের বেলা নির্ভয়ে কাজ করতে অসুবিধার সম্মুখীন হবে না। পাশাপাশি তিনি আরো বলেন যে যেই দলকে সমর্থন করুক না কেন রাজনৈতিক হিংসা যাতে না হয় সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই পুরানো ইতিহাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলেই হবে সুন্দর ত্রিপুরা ,গর্বের ত্রিপুরা।
রাজ্যের মুখ্যমন্ত্রীকে রাখী পরাতে পেরে খুসি মহিলারাও। এইদিন মুখ্যমন্ত্রীকে রাখী পরানোর জন্য মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ভিড় জমান বহু মহিলা। এইদিন মুখ্যমন্ত্রীকে রাখী পরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিমি মজুমদার বললেন, রাখী বন্ধন হিন্দুদের এক বিশেষ উৎসব। ভাইদের রক্ষা করার জন্য বোনেরা ভাইয়ের হাতে রাখী বাঁধে। সেই উপলক্ষেই আজ প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে সকল বোনেরা একত্রিত হয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে এসেছি উনার দীঘায়ু কামনা করে রাখি বাঁধতে। পাশাপাশি তিনি রাজ্যের প্রত্যেক যুবক যুবতীদের কাছেও আহবান করেন তারও যেন এইসব ধরনের প্রগ্রাম গুলিতে বেশি বেশি করে অংশগ্রহন করে।
0 মন্তব্যসমূহ