Advertisement

Responsive Advertisement

যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আদিবাসী দিবস পালিত

আগরতলা, ২৩ আগস্ট : প্রতি বছরের ন্যায় বছরও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে আদিবাসী দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, আদিবাসী কংগ্রেস নেতা শব্দ কুমার জমাতিয়া, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভা নেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তীরসহ অন্যান্য নেতৃত্ব। এদিন আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে প্রায়ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে দিনটি পালন কর্মসূচি সূচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।
 এ প্রসঙ্গে  প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, ত্রিপুরা স্বশাসিত জেলার জনক ইন্দিরা গান্ধী। তিনি সংবিধান সংশোধন করে ত্রিপুরার জনজাতি অংশের মানুষের জন্য অর্থনৈতিক ও সামাজিক অধিকারের জন্য ষষ্ঠ তপশিলি করেছিলেন। তাই এই গুরুত্বপূর্ণ দিনটিতে ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর জেরে মৃত্যু হয়েছে প্রায় ১৯ জনের মত। এই গুরুত্বপূর্ণ দিনে মৃতদের প্রতি শোক জ্ঞাপন এবং পরিবারের প্রতি সমবেদনা জানায় কংগ্রেস। পাশাপাশি তিনি বলেন এই বন্যা পরিস্থিতিতে কেন্দ্র সরকারের আর্থিক সহযোগিতা প্রসারিত করার প্রয়োজন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অবিলম্বে সহযোগিতা করার জন্য সরকারের উদ্দেশ্যে দাবী করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ