Advertisement

Responsive Advertisement

বিধায়ক দীপক মজুমদারকে নবজাগরণ ক্লাবের তরফে সংবর্ধনা

আগরতলা, ১১আগস্ট : বিধায়ক হিসেবে উপনির্বাচনের জয়ী হওয়ার পর থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বিভিন্ন ক্লাব সামাজিক সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে তাকে সংবর্ধিত করা হচ্ছে। এরই অংশ হিসেবে রবিবার রামনগর ৮-নং রোড এলাকার নবজাগরণ ক্লাবের তরফে দীপক মজুমদারকে সংবর্ধনা দেওয়া হয়। 
 এই অনুষ্ঠানে নবনির্বাচিত বিধায়ক তথা মেয়রের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্লাব চেয়ারম্যান তাপস ঘোষ ও পুর নিগমের ১৪ এবং ১৫-নং ওয়ার্ডের কর্পোরেটের স্নিগ্ধা দাস দেব ও নিবাস দাসসহ এলাকার বিশিষ্টজনেরা। 
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দীপক মজুমদার বলেন, মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তিনি আগরতলা পুর নিগমের উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করে চলছেন। পুরো নিগম নির্বাচনের আগে তিনি সাধারণ জনতাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষের কল্যাণে কাজ করার জন্য। একইভাবে তিনি বিধায়ক হিসেবেও রামনগরের উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করবেন বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ