Advertisement

Responsive Advertisement

কেন্দ্রীয় কৃষি রাজ্য মন্ত্রী শকাশেরাজ্য কিষান মোর্চার প্রতিনিধি দল

আগরতলা, ৩০ আগস্ট : দিল্লী প্রবাস কালে বিজেপি কিষান মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি প্রদীপ বরণ রায়ের নেতৃত্বে চার সদস্যক একটি প্রতিনিধি দল রাজ্যের বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে কৃষকের যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে কথা বলার জন্য কেন্দ্রীয় কৃষি রাজ্য মন্ত্রী ভগীরথ চৌধুরীর সাথে এক সাক্ষাৎকারে মিলিত হন। প্রতিনিধি দলে কিষান মোর্চা রাজ্য সাধারণ সম্পাদক বীরেন্দ্র দাস তাপস দাস ও প্রতিচী ভৌমিক ছিলেন। 
মন্ত্রী অত্যন্ত মনোযোগের সাথে প্রতিনিধি দলের সদস্যদের কথা শুনেন এবং রাজ্যের কৃষি ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন। তিনি আশ্বাস দেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষকগণকে যথাসম্ভব সাহায্যের ব্যবস্থা করা হবে। রাজ্যে অবস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ ও প্রতি জেলায় অবস্থিত কৃষিবিজ্ঞান কেন্দ্র গুলির মাধ্যমে তিনি বিস্তৃত খোঁজ খবর নেবেন বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন এবং ভারতের যশস্বী প্রধানমন্ত্রীর নর্থইস্ট কম্পনেন্ট প্রজেক্ট'র মাধ্যমে রাজ্য কৃষকগণকে বিনামূল্যে বিভিন্ন রকমের সবজি বীজ, আলু বীজ ছোট ছোট কৃষি যন্ত্রপাতি দিয়ে সাহায্য করা হবে। মন্ত্রীর পরামর্শ অনুযায়ী প্রতিনিধিদল ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থানের নর্থইস্ট কম্পনেন্ট প্রজেক্ট এর দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ডঃ পি কে সাহু সঙ্গে সাক্ষাৎ করে প্রাক শীতকালীন ১৬ প্রকারের সবজি বীজ এবং ৬০০টন আলু বীজ বিনামূল্যে রাজ্যের আটটি কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে বন্যা পীড়িত কৃষক এর মধ্যে বিতরণ করার জন্য এক আবেদন পত্র সংস্থানের ডাইরেক্টর এর নিকট জমা দেন। প্রফেসর ডঃ সাহু কৃষি মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত প্রদান করেন। প্রতিনিধি দল স্বল্প মেয়াদী ৮০-৯৫ দিনের উচ্চ ফলনশীল ধান বীজের জন্য প্রার্থনা করলে প্রফেসর ডঃ শাহু বলেন এই মুহূর্তে অল্প কিছুদিনের মধ্যে এই ধানের বীজ রাজ্যে পাঠানো সম্ভব হবে না কিন্তু আগামী বোরো খন্দে রাজ্যের আইসিএআর ও কৃষিবিজ্ঞান কেন্দ্র গুলির মাধ্যমে রাজ্যের কৃষকগণকে স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল ধান বীজ দেওয়া হবে। প্রতিনিধি দল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী এর দপ্তরে ত্রিপুরা রাজ্যে একটি জুম চাষ গবেষণা কেন্দ্র ও একটি পান চাষ গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য আবেদনপত্র জমা করেন এবং এ বিষয়ে কেন্দ্রীয় কৃষি সচিবের সাথে বিস্তারিত আলোচনা করেন। প্রত্যেকের সাথে প্রতিনিধি দলের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ